রাজগঞ্জ: মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েতের খোয়াব মোড় জগিধাত্রি পুজোর মেলার উদ্ভোধন করলেন তৃণমূলের মালগ্রামীণ ব্লক সভাপতি
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ মালব্লকের কুমলাই গ্রামপঞ্চায়েতের খোয়াব মোড় জগিধাত্রি পুজোর মেলার উদ্ভোধন হল। এদিন ফিতে কেটে মেলার উদ্ভোধন করলেন তৃণমূলের মালগ্রামীণ ব্লক সভাপতি জিতনি মাহালি। সাথে ছিলেন কুমলাই গ্রামপঞ্চায়েতের প্রধান সুনিতা মুন্ডা, উপপ্রধান রাজা শর্মা, মাল পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মহাদেব রায়, সমাজসেবী নুর ইসলাম সহ অনান্যরা।