বরাবাজার: সাপ্লাই জলে ভাসছে বরাবাজার নামোপাড়া, পানীয় জলের সংকটে বাকি পাড়া গুলো
সাপ্লাই জলে ভাসছে বরাবাজার নামোপাড়া, অথচ বাকি পাড়া গুলো পাচ্ছেনা পানীয় জল, এমনই অবস্থা বরাবাজার শহরে। বিষয়টি নিয়ে শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি সমষ্টি উন্নয়ন আধিকারিককে দায়ী করলেন ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মন্ডল ২ এর সভাপতি জনার্দন সিংহ মোদক, অন্যদিকে বরাবাজার গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সজল সিংহ মল্ল, বিষয়টি বিষয়টি নিয়ে পিএইচ ই দপ্তরের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মিশ্র বলেন, জ