তুফানগঞ্জ ২: উত্তর ফলিমারী এলাকায় দৃষ্টিহীন যুবকের নামে বেপরোয়া বাইক চালানোর নোটিশ ,প্রশাসনিক গাফিলতিতে চাঞ্চল্য
ঘটনাটি ৮ ই অক্টোবর তুফানগঞ্জ দুই ব্লকের উত্তর ফলিমারী এলাকার ঘটনা এবং ওই দিনেই দৃষ্টিহীন যুবক আশিক সাহার বাড়িতে বকশিরহাট থানা মারফত নোটিশ পাঠিয়ে দেয় বারবিশা ফাঁড়ির পুলিশ। ঘটনায় হতবাক হয়ে পড়েন দৃষ্টিহীন যুবক আশীষ সাহা। তিনি জানান তার কোন মোটরবাইক নেই। অন্যের সাহায্যে হেঁটে হেঁটে ধুপকাঠি বিক্রি করেন তিনি। বারোবিশা ফাঁড়ির পুলিশ জানিয়েছে ঠিকানা ভুলের জন্য এমনটা হয়েছে বর্তমানে প্রকৃত ব্যক্তির কাছে নোটিশটি পৌঁছে দেওয়া হয়েছে।