জামবনি: জামবনি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ভারত জাকাত মাঝি পারগানা মহল জামবনি ব্লক মতব মুলুকের
জামবনি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ভারত জাকাত মাঝি পারগানা মহল জামবনি ব্লক মতব মুলুকের। বৃহস্পতিবার দুপুর নাগাদ জামবনি বিডিও অফিস ঘেরাও কর্মসূচি শুরু হয়। ফেক এসটি সার্টিফিকেট বাতিল, সাঁওতালি মিডিয়ামে পঠনপাঠনের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা, ২০০৬ বনাধিকার আইন লাগু করা সহ একাধিক দাবিতে এদিন বিডিও অফিস ঘেরাও করা হয় আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল জামবনি ব্লক মতব মুলুকের পক্ষথেকে।