নানুর: সাহিত্য সভার মাধ্যমেই নানুরের গ্ৰন্থাগারে হয়ে গেল বিজয়া সম্মেলনী অনুষ্ঠান
Nanoor, Birbhum | Oct 10, 2025 শুক্রবার একাধিক কবি,সাহিত্যিক,শিল্পী ও সংস্কৃতি অনুরাগীদের নিয়ে সারাদিন ব্যাপী গান ও কবিতায় বিজয়া সম্মেলনী হয়ে গেল নানুরে মহুয়া পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে চণ্ডীদাস স্মৃতি সাধারণ পাঠাগারে। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন বঙ্গভূষণ কার্তিক দাস বাউল, সঙ্গীত শিল্পী সমীরণ সরকার,কবিয়াল সুভাষ দাস সহ অন্যান্যরা। তবে আয়োজক দের মধ্যে অন্যতম ছিলেন বিশিষ্ট সমাজ সেবী সুব্রত ভট্টাচার্য্য, ও সাহিত্যিক রঘুরাজ সিংহ। তারা জানান, সাহিত্য ও সংস্কৃতিকে অবলম্বন করে সম্প্রীতির বা।