আড়শা: স্বর্গীয় অপু মাহাতো মেমোরিয়াল ক্রিকেটে টুর্নামেন্ট বড়াম স্কুল ময়দানে সূচনা
Arsha, Purulia | Oct 8, 2025 স্বর্গীয় অপু মাহাতো মেমোরিয়াল ক্রিকেটে টুর্নামেন্টের সূচনা হল আজ বুধবার । আড়সা ব্লকের বড়াম স্কুল ময়দানে। খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করবে। উপস্থিত সমাজ সেবী দিব্যজ্যোতি সিং দেও, বড়াম স্কুলের প্রধান শিক্ষক ললিত কিশোর মাহাতো ,সমাজসেবী উত্তম দত্ত,প্রমুখ।