বরাবাজার: লক্ষণপুর বেলডি সংলগ্ন এলাকা থেকে বিষধর সাপ উদ্ধার করে সুগনিবাসার জঙ্গলে ছাড়লো বনদপ্তরের কর্মীরা
লক্ষণপুর বেলডি সংলগ্ন এলাকায় শনিবার দুপুর বারোটা নাগাদ একটি বিশাল আকৃতির বিষধর সাপ উদ্ধার করে বরাবাজার বনদপ্তরের কর্মীরা। এদিন বিষধর সাপটিকে দেখতে পেয়ে স্থানীয় মানুষজন খবর দেয় বনদপ্তরে, বনদপ্তরের কর্মীরা গিয়ে বৃহৎ আকারের বিষধর সাপটিকে উদ্ধার করে নিকটস্থ সুগ্নিবাসার জঙ্গলে ছেড়ে দেয় বলে জানা যায়।