বালি-জগাছা: মধ্য হাওড়া গণেশ মাঝি লেনে খুনের ঘটনায় অভিযুক্ত বিকাশ চৌধুরী কে পুনঃনির্মাণের জন্য নিয়ে আসা হয় বাড়িতে
মধ্য হাওড়ার গণেশ মাঝি লেনে ফ্ল্যাটে খুনের ঘটনা।মূল অভিযুক্ত বিকাশ চৌধুরীকে গ্রেফতার করে শিবপুর থানার পুলিশ।আজ তাকে নিয়ে ঘটনাস্থলে আসে তদন্তকারীরা।ঘটনার পুনঃনির্মাণ করা হয়।কিভাবে খুনের ঘটনা ঘটলো,সঠিক কারণ কি সবটাই খতিয়ে দেখা হয়।তবে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুনের ঘটনা বলে জানিয়েছে পুলিশ।বিকাশের বউয়ের সাথে তার বন্ধু রবি প্রসাদের সম্পর্ক থাকায় দুজনের বচসা চলছিলো দীর্ঘদিন ধরে।গতরাতে তা চরমে ওঠে।রবিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বিকাশ।