কালচিনি: জয়গাঁর এশিয়ান হাইওয়েতে ফের সড়ক দুর্ঘটনা, মৃত্যু এক
মেলা দেখে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।মৃতের নাম সঞ্জীব লোহার (৩৫)। তিনি আলিপুরদুয়ার জেলার সীমান্ত শহর জয়গাঁর বিবাড়ির বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে তোর্সা চা বাগানে চলা মেলা দেখে ফিরছিলেন তিনি।সেই সময় মাঝ রাস্তায় আচমকা একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এরপর পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।