রামপুরহাট ২: রাত্রিবেলায় গরু মোষ ভেড়ার সারি যানজট মারগ্রাম
রামপুরহাট ২ নম্বর ব্লকের মার গ্রামে বুধবার রাত প্রায় ন’টা নাগাদ রাস্তায় সারি সারি গরু, মোষ ও ভেড়ার কারণে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পশুগুলিকে ঝাড়খণ্ড থেকে পায়ে হেঁটে মুর্শিদাবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। রাত্রিবেলায় এই পশুচালান চলায় গ্রামবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। যানজটের কারণে বহুক্ষণ ধরে পথচলতি মানুষ ও যানবাহন আটকে পড়ে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেয়।