চন্দ্রকোনা ২: চন্দ্রকোনা-১: শহীদ দিবসে বৃক্ষরোপণ
আজ বিদ্যাসাগর রেলপথ মিশন (চন্দ্রকোনা শাখা কমিটি) চন্দ্রকোনায় কালিকাপুর সুভাষ ময়দানে বিপ্লবী ক্ষুদিরাম বসুর শহীদ দিবস কে কেন্দ্র করে একটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছিল। এই কর্মসূচিতে শাখা কমিটির সভাপতি নিতাই মাইতি ও সম্পাদক সৌরভ চক্রবর্তী, সদস্য সৌমিত্র দে, অসীম হাজরা, অসিত ঘোষ, চিন্ময় মল্লিক, প্রদীপ মল্লিক, বিলাস ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য শুভম দত্ত, বিশিষ্ট সমাজসেবী হীরালাল ঘোষ, মানিককুন্ডু গ্ৰাম পঞ্চায়েত প্রধান শম্ভু সরেন মহাশয় প্রমুখ ব্যক্তিবর্গ উপ