কাটোয়া ২: দাঁইহাট পৌরসভায় পৌরপতি নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, ৭-জন মানলেন না নতুন পৌরপতিকে
অসুস্থতার কারণ কয়েকদিন আগেই পদত্যাগ করেছিলেন দাঁইহাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ রায়। এরপর আজ শুক্রবার দাঁইহাট পৌরসভার পুরোপ্রধান নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। ১৪ টি ওয়ার্ডের মধ্যে সাতজন কাউন্সিলর নতুন হওয়া পৌর প্রধান সমর সাহাকে মানতে নারাজ শুক্রবার দুপুরে বোড মিটিং চলার পরই সভা কক্ষ ছেড়ে বেরিয়ে চলে আসেন তারা। যদিও অপরদিকে সাতজন সমর সাহার দিকেই তাদের মত পোষণ করে।