পুরুলিয়া ১: জঙ্গলমহলের এসবিএসটিসি বাসের পরিষেবা প্রায় অধিকাংশই বন্ধ ,প্রতিক্রিয়া বিজেপি নেতা ও পৌরসভার চেয়ারম্যানের
জঙ্গলমহলের sbstc বাসের পরিষেবা প্রায় অধিকাংশ বন্ধ রয়েছে ।জঙ্গলমহলের যে সব রূটে সরকারি sbstc বাস চালু হয়েছিল বেশ কয়েক বছর আগে তার প্রায় অধিকাংশ বাসেই বন্ধ। কয়েক মাস আগে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল পুরুলিয়া থেকে দীঘা সরকারি বাস। প্রায় দেড় থেকে দু মাস চলার পরেই সেই বাসেও বন্ধ। এবং অন্যান্য রুটেরও যে সরকারি বাস ছিল সেগুলোও প্রায় বন্ধ। এ বিষয়ে বিজেপি নেতা গৌতম রায় এবং পৌরসভার চেয়ারম্যান কি জানালেন দুপুরে একবার শুনে নেওয়া যাক।