আড়শা: আদিবাসী কুড়মি সমাজের রেল টেকা রুখতে পুলিশের টহল কান্টাডি সহ আড়শা এলাকায়
Arsha, Purulia | Sep 18, 2025 আগামী কুড়ি সেপ্টেম্বর আদিবাসী কুড়মি সমাজ রেল টেকা ডাক দিয়েছে জাতিসত্তার দাবিতে। কলকাতা হাইকোর্ট অসাংবিধানিক বলেছে রেল টেকা। আজ বৃহস্পতিবার থেকে পুলিশ এলাকায় শুরু করেছে টহলদারি রেল টেকা রুখতে।