পারিবারিক অশান্তির জেরে জা কে কামড়ে রক্তাক্ত করার অভিযোগ, ফুলিয়া থেকে গ্রেফতার মহিলাকে জেল হেফাজতে পাঠালো রানাঘাট আদালত। সূত্রের খবর, ফুলিয়ার বাসিন্দা এক মহিলার সাথে পারিবারিক জমি সংক্রান্ত বিষয়ে বিবাদ চলছিল তার জা এর। অভিযোগ, বুধবার সেই বিবাদ চলাকালীন ওই মহিলা তার জা এর ওপর চড়াও হয় ও তাকে কামড়ে হাতের মাংস তুলে নেয়। সেই ঘটনায় আক্রান্ত মহিলার পরিবার শান্তিপুর থানায় অভিযোগ জানালে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে পুলিশ।