আলিপুরদুয়ার ১: কাঁঠালবাড়ি এবং বংশীধরপুর এলাকায় হাতির তাণ্ডব সাত সকালে
দিনের আলোতে গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে বুনো হাতির দল। আলিপুরদুয়ার জেলার বংশীধরপুরএলাকায় ঘুরে বেড়াচ্ছে বুনো হাতির দল। শুক্রবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে পাঁচটা হাতির একটি দল এলকায় প্রবেশ করে । কাঠালবাড়ি এবং বংশীধরপুর বেশ কিছু জায়গাতে রাতভর তাণ্ডব চালায় ওই হাতির দলটি। এদিন সকালে কৃষক পরিমল সরকারের লাউ খেতে হাতির দল তাণ্ডব চালায় । যদি ও পরবর্তীতে হাতির দল জঙ্গলে প্রবেশ করে