চাকদা: 42 ফুট প্রতিমা আর লেজার শো দেখতে শ উপচে পড়া ভিড় চাকদা সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর পুজো প্রাঙ্গনে
Chakdah, Nadia | Oct 24, 2025 42 ফুট প্রতিমা আর লেজার শো দেখতে শুক্রবার সন্ধাতেও উপচে পড়া ভিড় চাকদা সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগার এর পুজো প্রাঙ্গনে। সূত্রের খবর, চাকদা সিলিন্দা বিবেকানন্দ সংঘ ও পাঠাগারের কালীপূজা এই বছর 42 তম বর্ষে পদার্পন করেছে। আর 42 বছরে এবার এই পূজা উদোক্তাদের চমক 42 ফুটের কালী প্রতিমা ও লেজার লাইট শো। আর সেই লেজার লাইট শো দেখতে শুক্রবার সন্ধাতেও এই পূজা মণ্ডপে নামলো মানুষের ঢল। শুক্রবার এই প্রসঙ্গে পূজা উদ্যোক্তাদের পক্ষ থেকে আমাদের জানানো হয় যে.....