তেলিয়ামুড়া: দশমির পরেরদিন ও তেলিয়ামুড়া দশমিক ঘাটে সন্ধ্যা হয় দুর্গা প্রতিমা বিসর্জন TSR 12BN-এর
দশমীর পরের দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ টিএসআর দ্বাদশ বাহিনীর জাওনরা তাদের নবদুর্গা বিসর্জন করে দশমিঘাট এলাকায়। এই দশমিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন টিএসআর দ্বাদশ বাহিনীর কমান্ডেন্ট অশোক সিনহাসহ অন্যান্য জওয়ানরা।