মুরারই ১: পঞ্চায়েত কার্যালয়ের কাছেই বেহাল নলকূপ, হুস নেই পঞ্চায়েতের, দ্রুত মেরামতির দাবি স্থানীয়দের
মুরারই ১ নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েত কার্যালয়ের নিকট একটি নলকূপ বেহাল হয়ে থাকায়, পানীয় জলের সমস্যায় পড়েছে ওই এলাকার বাসিন্দারা। নলকূপ কি খারাপ হয়ে থাকার কারণ দূর দূরান্ত থেকে নিয়ে আসতে হচ্ছে পানীয় জল।দ্রুত নলকূপটির মেরামতির দাবি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এদিন 4 ডিসেম্বর বৃহস্পতিবার সকালের দিকে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে দ্রুত মেরামতির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে নলকূপ কি খারাপ হয়ে পড়ে আছে।