চুঁচুড়া-মগরা: ব্যান্ডেল বালির মোড়ে হুগলী চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পালন করা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্ত
ব্যান্ডেল বালির মোড়ে পালিত হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। বাংলা মতে আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। হুগলী-চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে বালির মোড়ে বসানো হয়েছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। এদিন সেখানে পালিত হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী। উপস্থিত ছিলেন পৌর প্রধান অমিত রায় ও স্থানীয় জনপ্রতিনিধি।