কোচবিহার ১: SIR নিয়ে কোচবিহারের নিশীথ প্রামাণিক কে করা ভাষায় বিধলেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়
বৃহস্পতিবার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, কুচবিহারে এস আই আর লাগুহলে কমপক্ষে তিন লক্ষ ভোটার বাদ যাবে। প্রত্যেক বুথে করে ১০০ জন করে ভুও ভোটার বাদ যাবে। মূলত তার অভিযোগের তীর ছিল অনুপ্রবেশকারীদের দিকেই। এ প্রসঙ্গে নিয়ে কোচবিহারে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায়। তিনি এদিন কি বলেছেন শুনবো