চাকদা: একটি গাছ একটি প্রাণ, গ্লোবাল ওয়ার্মিং রুখতে এবার কালী পূজায় চাকদা সেবাগ্রাম বিবেকানন্দ ক্লাবের থিম সবুজায়ন
Chakdah, Nadia | Oct 15, 2025 গ্লোবাল ওয়ার্মিং রুখতে প্রকৃতির ভার্সসম্ম বজায় রাখতে প্রয়োজন সবুজায়নের। আর সেই ভাবনাকে সামনে রেখেই এবার চাকদা সেবাগ্রাম বিবেকানন্দ সংঘের কালি পুজোর মণ্ডপ ভাবনা বিশ্ব সবুজায়ন। চাকদা সেবাগ্রাম বিবেকানন্দ সংঘের কালী পূজা এবছর 71 তম বর্ষে পদার্পন করলো। ক্লাব উদ্যোক্তাদের দাবি, প্রত্যেক বছরই তারা সামাজিক বার্তা দেওয়ার ভাবনা থেকে তাদের পূজার থিম নির্ধারণ করেন। আর সেই প্রথা বজায় রেখেই একটি গাছ একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে এবার তাদের থিম সবুজায়ন।