আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকার কিষান ক্ষেতমজুর মানুষকে একত্রিত করতে কিষান বার্তা নিয়ে বুথ চলো কর্মসূচি পালন তৃনমূলের কিষান ক্ষেতমজদুর সংগঠনের। সোমবার বিনপুর ১ ব্লকের বিনপুরে, ঝাড়গ্রাম জেলা কিষান ক্ষেতমজুর তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। রাজ্য সরকারের কৃষকদের নিয়ে একাধিক প্রকল্পের কথা তুলে ধরতে সোমবার বিকেলে বিনপুরে কিষান বার্তা নিয়ে এই বুথে চলো কর্মসূচি হয়।