হরিশ্চন্দ্রপুর ২: তালগ্রামে তিনটি উন্নয়নমূলক কাজের আনুষ্ঠানিক শিল্যানাস করলো ব্লক প্রশাসনের আধিকারিকরা
সাদলিচক অঞ্চলের অন্তর্গত তালগ্রাম গ্রামে ৩ টি উন্নয়ন মূলক কাজের শিল্যানাস করলো ব্লক প্রশাসন। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই কাজগুলির আবেদন জানিয়েছিল গ্রামের বাসিন্দারা। প্রতিটি বুথের জন্য বরাদ্দ অর্থে এ কাজগুলি করা হবে। তালগ্রাম কবরস্থানে প্রায় দেড় লক্ষ টাকা খরচে বাতিস্তভ, ২ লক্ষ ৮০ টাকার ড্রেন ও ১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে একটি রাস্তা। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের বিডিও তাপস কুমার পাল সহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শিল্যানাস হয়।