সাব্রুম: রমেন্দ্রনগরে সুন্দর শোভাযাত্রার মাধ্যমে রমেন্দ্র নগর দূর্গা বাড়ীতে দূর্গা পুজার সূচনা হয়
ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত গ্রাম সাব্রুম এর রমেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত। এখানে ৯৫ বছরের পুরানো ত্রিপুরার রাজার শাসনের সময় থেকে পরম্পরা অনুসারে দূর্গা বাড়ীতে মহালয়ার দিন থেকে বেশ ঘটা করে দূর্গা পুজা শুরু হয়েছে।২২ শে সেপ্টেম্বর বিকাল চার ঘটিকায় রমেন্দ্রনগরে সুন্দর শোভা যাত্রা করেন ভক্তরা। হিন্দু শাস্ত্র মতে পুজো নিয়ম রীতি মেনে নদী থেকে ঘট পুরানো থেকে শোভাযাত্রা পুজো এবং চন্ডিপাঠ সব হচ্ছে। পুজোর সাথে যুক্ত এক মহিলা সংবাদ মাধ্যমে পুজোর বিষয়ে জানান।