মাথাভাঙা ২: হিন্দুস্তান মোড় সংলগ্ন এলাকায় বরাইবাড়ি- হিন্দুস্তান মোড় যৌথ বন পরিচালন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের হিন্দুস্তান মোড় সংলগ্ন এলাকায় বরাইবাড়ি- হিন্দুস্তান মোড় যৌথ বন পরিচালন কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হল শনিবার দুপুর তিনটে নাগাদ।এদিনের সভায় উপস্থিত ছিলেন ডিএফও অসিতাভ চ্যাটার্জি,এডিএফও বিজন কুমার নাথ,মাথাভাঙ্গার বন দপ্তরের রেঞ্জ অফিসার সুদীপ দাস,মাথাভাঙ্গা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সাবলু বর্মন সহ অন্যান্যরা।মাথাভাঙ্গার রেঞ্জ অফিসার সুদীপ দাস জানান এদিনের সভায় বন রক্ষার্থে যৌথ বন পরিচালন কমিটির ভূমিকার বিষয় সহ নানা বিষয়ে আল