পাড়া: রিগুডি গ্রামে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা দেখতে উপচে পড়লো মানুষের ভিড়
Para, Purulia | Nov 8, 2025 পাড়া থানার অন্তর্গত ভাঁউরিডি গ্রাম পঞ্চায়েতের রিগুডি গ্রামে রিগুডি ফুটবল কমিটি LLB এর উদ্যোগে রিগুডি শিব মন্দির সংলগ্ন ফুটবল মাঠে দুই দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুর বারোটা নাগাদ এই খেলার শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, সহ সভাপতি সেখ হাসিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবী হীরক মোদক, স্বপন বাউরী সহ স্থানীয় এলাকার বিশিষ্