হরিণঘাটা: গোপন সূত্রে খবর পেয়ে বালিন্দি এলাকায় অভিযান চালিয়ে এক জুয়ার আসরে হানা দিয়ে 6 জনকে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক জুয়ার আসরে হানা দিয়ে 6 জনকে গ্রেফতার করলো হরিনঘাটা থানার পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে হরিনঘাটা পুলিশ গোপন সূত্রে খবর পায় বালিন্দি এলাকায় চলছে জুয়ার আসর। আর এর পরই হরিনঘাটা পুলিশ অভিযান চালিয়ে বালিন্দি এলাকায় বসা জুয়ার আসর থেকে 6 জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 2150 টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বুধবার ধৃতদের কল্যাণী আদালতে পাঠিয়েছে হরিনঘাটা থানার পুলিশ।