ইটাহার: মানাইনগর এলাকায় ২ কোটি ৫৭ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দে ৩ কিলোমিটার পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস করলেন MLA
দুর্গা পুজোর প্রাক্কালে ২ কোটি ৫৭ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দে পেভার ব্লক রাস্তার কাজের শিলান্যাস হল ইটাহারে। সোমবার কাপাশিয়া অঞ্চলের মানাইনগর এলাকায় শিলান্যাস অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাস্তার কাজের শিলান্যাস করেন ইটাহারের MLA মোশারফ হুসেন। জানা গিয়েছে, মানাইনগর থেকে রামনগর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থায় ছিল। যাতায়াত করতে ব্যপক সমস্যা হচ্ছিল বাসিন্দাদের। ফলে এলাকাবাসীদের সমস্যার কথা মাথায় রেখে রাস্তার কাজের শিলান্যাস করলেন MLA।