বর্ধমান ১: অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তার সুস্থতার কামনা করে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিল জেলা যুব তৃণমূল কংগ্রেস
বুধবার বেলা ১১টা নাগাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার জানিয়েছেন,প্রত্যেক বছরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে মন্দিরে পুজো দিয়ে তাঁর সুস্থতা কামনা করি। তাঁর শ্রীবৃদ্ধি কামনা করি।সর্বমঙ্গলা মন্দির,১০৮শিবমন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি খক্কোর সাহেবের মাজার, গুরুদোয়ারায়ও যাওয়া হয়।এদিন জেলার বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানেই যুব কর্মীরা প্রার্থনা করতে গিয়েছেন।এই জেলার ২৩টি ব্লক, ৬টি পুরসভার যুব সভাপতিরাই সকাল থেকে বেরিয়ে বিভিন্ন জনসেবামূলক কাজ