কাঁকসা: পানাগড় সেনা ছাউনির ১নম্বর গেটের কাছে ১৯নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে ছোট গাড়ি,আহত দুই মহিলা
নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার উপর উল্টে গেল একটি ছোট চারচাকা গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা দুই জন মহিলা। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে পানাগড় সেনা ছাউনির ১ নম্বর গেটের কাছে বুদবুদের সাধু নগরে ১৯ নম্বর জাতীয় সড়কের কলকাতা গামী রাস্তায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে পড়ে।