নলহাটি ১: সারা ভারত ফরওয়ার্ড ব্লক পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন নলহাটি শহরে
সারা ভারত ফরওয়ার্ড ব্লক পার্টির পক্ষ হইতে পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করলো নলহাটির নেতাজি বাস স্ট্যান্ড সংলগ্ন ফরওয়ার্ড ব্লক পার্টি অফিসে। ৮৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করলো সারা ভারত ব্লক পার্টির পক্ষ থেকে নলহাটিতে। নেতাজির ছবিতে মাল্যদান এবং নলহাটি শহর জুড়ে একটি মিছিল বের করেন, বেলা বারোটা নাগাদ মিছিল টি নলহাটি নেতাজি বাস স্ট্যান্ড হয়ে নলহাটি শহর পরিক্রমা করেন।