করিমগঞ্জ: পোয়ামারা বাইপাস সড়কের অবস্থা বেহাল,আবর্জনা স্তূপে ভরে গেছে জাতীয় সড়ক
পোয়ামারা বাইপাস সড়কের অবস্থা বেহাল,আবর্জনায় ভরে গেছে জাতীয় সড়ক। শ্রীভূমি শহর সংলগ্ন পোয়ামারা বাইপাসে আবর্জনা স্তূপের জন্য জাতীয় সড়ক ভরে গেছে। এতে মঙ্গলবার এক পথচারী জানান,এই আবর্জনা থাকার জন্য গোটা এলাকা দুর্গন্ধে ভরে গেছে। এই দুর্গন্ধের জন্য পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ রোগাক্রান্ত হতে পারে বলে তারা ধারণা করছেন। তাই অতিসত্বর উক্ত এলাকা আবর্জনা মুক্ত করতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল,স্থানীয় বিধায়ক সহ জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করেন।