নলহাটি ১: বাণীওর গ্রামের সাহু পাড়ায় এই বছরের কালীপুজোর থিম অপারেশন সিন্দুর ,চলছে পুজো প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাণীওর গ্রামের সাহু পাড়ায় এই বছরের কালীপুজোর থিম অপারেশন সিন্দুর । চলছে পুজো প্যান্ডেলে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ শনিবার বেলা ১২টা নাগাদ এমনটাই জানালেন দক্ষিন বাণীওর সাহু পাড়ার কালীপুজোর উদ্যোক্তা গোবিন্দা সাহু। বছরের পর বছর ১৭ বছর ধরে একের পর এক উন্নত থীমের পুজো করে আসছেন এই পুজো কমিটির উদ্যোক্তারা, বীরভূমের নলহাটি থানার অন্তগত বাণীওর গ্রামে সাহু পাড়ায়। পূজোর প্রধান উদ্যোক্তা গোবিন্দ সাহু জানিয়েছেন দেশের বীর সৈনিকদের উৎসর্গ করে এবারের পূজো থীম।