নলহাটি ১: ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাট কজওয়েতে জলের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করতে গিয়ে নদীতে ভেসে গেল একটি মোটর বাইক
ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাট কজওয়েতে জলের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার করতে গিয়ে নদীতে ভেসে গেল একটি মোটর বাইক, অল্পের জন্য রক্ষা পেলেন বাইক চালক। দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার দুপুর ১টা নাগাদ নলহাটি থানার অন্তর্গত ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাটে, স্থানীয় সূত্রে জানা গেছে বেলা বারোটা নাগাদ হঠাৎই জল বাড়তে শুরু করে ব্রাহ্মণী নদীর এবং দেবগ্রাম ঘাট কজওয়ের উপর দিয়ে বয়ে যেতে শুরু করে ব্রাহ্মণী নদীর জল, চলছে সেই জলের উপর দিয়েই চলে ঝুঁকিপূর্ণ পারাপার।