ক্যানিং ১: এস আই আরের কাজ শুরু হল মঙ্গলবার থেকে ক্যানিং সহ আশপাশের এলাকায়
মঙ্গলবার থেকে শুরু হয়েছে এস আই আরের কাজ। গ্রামে গ্রামে যাচ্ছেন বি এল ও রা। প্রাথমিক ভাবে একটি ফর্ম ফিলাপ করার কাজ চলছে। এদিন সকাল থেকে ক্যানিং, বাসন্তী, গোসাবা এলাকায়ও বুথে বুথে এই কাজ শুরু হয়। প্রথমদিন খুব বেশি বাড়িতে এই কাজ করেননি সরকারি আধিকারিকরা। বি এল এ টু হিসেবে সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের থাকার কথা থাকলেও বেশিরভাগ জায়গাতেই শুধু শাসক দলের কর্মীরাই উপস্থিত ছিলেন। শুধু বাসন্তীর কয়েকটি ও গোসাবার কয়েকটি বুথে বিজেপি কর্মীরা ছিলেন দলে।