রায়গঞ্জ: শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক চাঞ্চল্য সরিয়াবাদের রুনিয়ায়,ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে ঘটনার তদন্তে পুলিশ
রায়গঞ্জ থানার অন্তর্গত সরিয়াবাদ গ্রামের রুনিয়া এলাকায় এক ২০ বছরের যুবকের আত্মঘাতীর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সঞ্জু দাস। পরিবারের দাবি, সোমবার রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে আর ফেরেনি সঞ্জু। মঙ্গলবার সকালে বৌদি তাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কী কারণে সঞ্জু আত্মহত্যার পথ বেছে নিল, তা নিয়ে ধোঁয়াশায় পরিবার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।