গোপীবল্লভপুর ১: বালি দুর্নীতির তদন্তে গোপীবল্লভপুরের ডোমপাড়া এলাকায় জিডি মাইনিং অফিসে শুরু ইডির অভিযান
ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ডোমপাড়া এলাকায় জিডি মাইনিং অফিসে শুরু ইডির অভিযান। বালি দুর্নীতির তদন্তে ইড়ির আধিকারিকরা। সকাল হতে না হতেই হাইভোল্টেজ ED র অভিযান ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে। বৃহস্পতিবার সকালে গোপীবল্লভপুরে অরুণ সেরাফের জিডিমাইনিং অফিসে ED র আধিকারিকরা হানা দেন। তারপরেই গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর বালি খাদান এবং অপরদিকে লালগড়ের সিজুয়ার বালি খাদানে হানা দেয় ED র কেন্দ্রীয় তদন্তকারী দল।