মাথাভাঙা ১: মাথাভাঙ্গা কালীবাড়ি সংলগ্ন এলাকা থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় দুটি গরু তিনজনকে গ্রেফতার করলেও পুলিশ
গরু পাচারের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাথাভাঙা থানার পুলিশ। সেখান থেকে দুটি গরু আটক করে। ঘটনাটি সোমবার সকাল 10 টা নাগাদ মাথাভাঙা পচাগর গ্রাম পঞ্চায়েতের কালিবাড়ি সংলগ্ন মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গেছে এদিন একটি ছোট পিকআপ ভ্যানে করে দুটি গরু মাথাভাঙা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ ওই পিকআপ ভ্যানটিকে আটক করে এবং থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছেন সম্ভবত পাচারের উদ্দেশ্যে গরুগুলি নিয়ে যাচ্ছিল।