বিশালগড়: একজনের রক্তের রিপোর্টে অন্য রুগীর চিকিৎসার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে
বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্হ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ।রাজ্যের স্বাস্থ্য পরিসেবা নিয়ে উঠে এক চাঞ্চল্যকর অভিযোগ।ঘটনার বিবরণের জানাযায়,চড়িলাম বিধানসভার অন্তগর্ত চড়িলাম রাজীব কলোনির এলাকায় বাসিন্দা তথা তিপ্রামথার দলের সক্রিয়কর্মী মিনার হোসেন ভুল চিকিৎসায় অভিযোগ।