মানবাজার ২: মানবাজার দুই ব্লক মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি
বোরো থানা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি। শুক্রবার আনুমানিক রাত্রি আটটা নাগাদ পথ দুর্ঘটনাটি ঘটে বোরো জারাগোড়া অঞ্চলের মানবাজার-২ নং ব্লক মোড়ের সামনে। জানা যায় বাইক থেকে পড়ে গিয়ে আহত হয় অমিত মুন্ডা নামে ওই ব্যক্তি। ওই ব্যক্তি বাড়ি দুকুরডি এলাকায়। পরবর্তীকালে আহত কে উদ্ধার করে বসন্তপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।