মিরপুরের সারদা পল্লীতে প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যায়ে ২৫০ মিটার রাস্তা ও সমপরিমাণ দৈর্ঘ্যের ড্রেন নির্মানের শুভ শিলান্যাস অনুষ্ঠান আয়োজিত হল। এম কে ডি এ এর চেয়ারম্যান তথা খড়গপুর গ্রামীন বিধানসভার বিধায়ক দীনেন রায় এর হাত ধরে শুভ সূচনা হয় এই নির্মাণ কাজের। এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ শুরু হয় এই অনুষ্ঠান এবং চলে সন্ধ্যা প্রায় সাতটা পর্যন্ত। ফিতা কেটে নির্মান কাজের শুভ সূচনা করেন দিলেন রায়।