মেদিনীপুর: উত্তরবঙ্গে ত্রাণ দিতে গিয়ে মাথা ফাটল বিজেপি সাংসদদের, মেদিনীপুরে পোড়ানো হলো মুখ্যমন্ত্রীর ছবি
উত্তরবঙ্গে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের ত্রাণ সামগ্রী বিলি করার জন্য গিয়েছিলেন বিজেপি সাংসদ খগেন মুরমু ও বিজেপি বিধায়ক শংকর ঘোষ। অভিযোগ সেখানে বিজেপি নেতৃত্বদের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর চালানো হয় গাড়িতে মাথা ফাটিয়ে দেওয়া হয় সাংসদের। রক্তাক্ত অবস্থায় সাংসদকে ভর্তি করা হয় হাসপাতালে। প্রতিবাদে মেদিনীপুরের ধর্মা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো বিজেপি। পোড়ানো হল মুখ্যমন্ত্রীর ছবি।