খণ্ডঘোষ: ভোট চোর গদি ছোড় এই স্লোগানকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কর্মী সম্মেলন মোল্লা রোডে
"ভোট চোর গদি ছোড়" এই স্লোগানকে সামনে রেখে খণ্ডঘোষ ব্লক কংগ্রেস কমিটির সভাপতি শেখ শাহনাজ উদ্দিনের সৌজন্যে আগত বিধানসভার ভোটকে পাখির চোখ করে দামামা বাজিয়ে শুরু হল খণ্ডঘোষ ব্লকের কর্মী সম্মেলন। খণ্ডঘোষ কংগ্রেস কমিটির উদ্যোগে আজ বুধবার সন্ধ্যায় ৬টায় আসন্ন ভোট বিষয়ক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় খন্ডঘোষ ব্লকের মোল্লা রোড এলাকায়।