রাজগঞ্জ: এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে মেটেলির একটি এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ
নাগরাকাটা:৮ বছরের এক শিশু কন্যাকে যৌন নির্যাতন করার অভিযোগে সোমবার মেটেলির একটি এলাকা থেকে ৩২ বছরের এক যুবককে গ্রেফতার করলো মেটেলি থানার পুলিশ। জানা গিয়েছে রবিবার সকালে ওই যুবক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রবিবার দিনভর ও রাত্রে পুলিশ ওই যুবককের খোঁজে তল্লাশি চালায়।সোমবার ওই যুবককে মেটেলির একটি এলাকা থেকে গ্রেফতার করে মেটেলির থানার পুলিশ।