নবদ্বীপ: বিজেপির কুৎসা ও অপ্রচারের বিরুদ্ধে প্রাচীন মায়াপুর পুরনো বাস স্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের
Nabadwip, Nadia | Sep 24, 2025 বুধবার সন্ধ্যায় প্রাচীন মায়াপুর পুরনো বাস স্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস,সম্প্রতি ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক সঞ্জয় ভৌমিককে পিটিয়ে খুন করে তৃণমূল আশ্রিত বেশ কয়েক জন ব্যক্তি,সোমবার নিহত যুবকের বাড়িতে সমবেদনা জানাতে এসে তৃণমূলের একাধিক নেতাকে কাঠগড়ায় তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,অপরদিকে তৃণমূলের দাবি একটি নিরীহ ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে কুৎসা ও অপ্রচার চালাচ্ছে বিজেপি,এদিন তারই প্রতিবাদে সভার আয়োজন।