ওন্দা: বিধানসভা ভোটের আগে কোষ্টিয়ায় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক, উপস্থিত বিধায়ক অমরনাথ শাখা
Onda, Bankura | Nov 9, 2025 আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এবং রাজ্যে শুরু হওয়া SIR (Special Initiative Review) কার্যক্রমের অগ্রগতি নিয়ে কোষ্টিয়া অঞ্চলে কর্মী ও কার্যকর্তাদের নিয়ে বিশেষ সাংগঠনিক বৈঠকের আয়োজন করল বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। দলীয় সংগঠনকে শক্তিশালী করা এবং বিভিন্ন বুথস্তরের প্রস্তুতি নিয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়।