সাব্রুম: কলাছড়ার গার্দ্দাং আয়ুস্মান আরোগ্য মন্দিরে সুস্থ নারী,সশক্ত পরিবার অভিযান এবং আয়ুস্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হয়
কলাছড়ার গার্দ্দাং আয়ুস্মান আরোগ্য মন্দিরে সুস্থ নারী,সশক্ত পরিবার অভিযান এবং আয়ুস্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হয়।১৮ সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকায় এই শিবির অনুষ্ঠিত হয়।নারীর সুস্বাস্থ্য মানেই সমাজের শক্তি—এই বার্তাকেই সামনে রেখে কলাছড়া গার্দ্দাং আয়ুস্মান আরোগ্য মন্দিরে এই শিবির অনুষ্ঠিত হয়।নারীর সুস্বাস্থ্যের জন্য নিয়মিত চেক-আপ, বিভিন্ন রকম পরিক্ষা,এক্সরে বিনামুল্যে করা হয়।ঔষধও দেওয়া হয় বিনামূল্যে।