বিশালগড়: পুজার মধ্যে বন্ধ জরুরী পরিষেবা..? রাত ১ টায় বন্ধ বিশালগড় মহিলা থানার ফটক। ডাকাডাকি করলেও কোন উত্তর নেই।ন
পুজার মধ্যে বন্ধ জরুরী পরিষেবা..? রাত ১ টায় বন্ধ বিশালগড় মহিলা থানার ফটক। ডাকাডাকি করলেও কোন উত্তর নেই। বুধবার রাতে দক্ষিণ নলছর থেকে রাধারানী বিশ্বাস তার দুই ছেলে বিশালগড় মহিলা থানায় রয়েছে সেই খবর শুনে পরিবারের সদস্যরা বিশালগড় মহিলা থানায় আসলে দেখতে পান মহিলা থানার মূল ফটক বন্ধ। ডাকাডাকি করে কোন উত্তর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত রাধারানী বিশ্বাস সংবাদমাধ্যমের দ্বারস্ত হয়ে জানান এই ঘটনা।