কলকাতায় ইডি হানার প্রতিবাদে বৃহস্পতিবার দুবরাজপুরে শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। হাতে ব্যানার ও পোস্টার নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা দুবরাজপুর শহর পরিক্রমা করেন। মিছিলে কেন্দ্রীয় সংস্থার অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তদন্তের অভিযোগ তোলা হয়। কর্মসূচিতে শহর ও ব্লক স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা অংশ নেন।